Thursday, 9 June 2016

নয়ন-সবুজ

Teenage just ছুয়েছিলো ওকে
ওর নাম নয়নতারা
চোখ  দুটো মায়া মাখানো
ঠিক যেমন পরীদের হয়  ।

ওদের পাড়ায় থাকতো
দামাল আর রকবাজ
পাড়ার ঠেকে বসে শুধু আড্ডা
ঠিক যেমন ছেলেরা হয় ।

ওদের পূর্বরাগের শুরু
দূর্গা পুজোর meeting -এ
কত planning কত কাজ আর
একটু আধটু romance
ঠিক যেমন সিনেমাতে হয় ।

তারপর college
ভালবাসা আরো জোরে ছুটতে শুরু করলো
highway ধরে
কেউ পারবেনা থামাতে আর

নয়নতারা করলো ডাক্তারি পাশ
সবুজ তখন rockband বানাবে
মাঝখানে কিছুদিন, কাটলো মলীন
ঠিক যেমন জীবনে হয় ।

Rockband টা ভালো চলেনি
সবুজকে আর facebook বা twitter এ দেখেনা নয়ন ।
এই নামেই তো ডাকত সবুজ ওকে
ঠিক যেমন ভালবাসাতে হয় ।

নয়ন থাকে এখন California
ডাক্তারি পড়ায় Standford -এ
সবুজ যদিও রাখে নয়্ননের সব খবর
ঠিক যেমন ভালবাসায় হয় ।

নয়ন আসবে কলকাতায়
ওর  একটা guest lecture আছে
nostalgia  আর একটা চিনচিনে pain
ঠিক জানা নেই এরম কেন হয়

দূর্গাপুজো এখনো হয় ওদের পাড়ায়
কত কত নয়ন আর সবুজ
এখন ভালবাসা অনেক আলাদা
ঠিক জানা নেই এরম কেন হয় ।

নয়ন-সবুজের ভালবাসা ছিলো
বৃষ্টির মত... refreshing !
শরতের রোদের মত পাগল করা
ঠিক যেমন আজ আর হয়না ।

নতুন তবুও জানলোনা, সবুজ কোথায়!
সবুজ হয়ত বলবেও না
নয়ন এখন NRI
অথচ সবুজের গলায় গান নেই
হয়ত এমনটাই reality তে হয় ।।
 

No comments:

Post a Comment