তুমি আমার "তুমি"...
চাইনা তুমি আমার স্মৃতি হও|
তুমি থাকো বর্তমান হয়ে
like a "Present"
এক ঝলক হাওয়া হয়ে মিলিয়ে যেও না যেন
তুমি থেকো আমার oxygen হয়ে
হতে হবেনা ভবিষ্যতের স্বপ্ন;
প্রতিশ্রুতি মিথ্যেও হতে পারে ....
আজকাল তো মিথ্যেই fashion
তুমি আমার সবচেয়ে প্রিয় গান
মিস্টি হাসি আর, মান অভিমান |
তুমি থেকো একাকিত্বের smile হয়ে
থাকেনা কিছুই .... শুধু ভালবাসা যায় রয়ে |
থাকবে তুমি আমার পাশে ?
না !! এ প্রশ্ন করবনা ....
প্রতিশ্রুতি আমিই দিলাম,
তোমায় মিছিমিছি বাঁধতে চাইনা |
No comments:
Post a Comment